নতুন বাংলাদেশ গড়ে উঠছে
মনের ঐক্যের শক্তিতে।
ধর্ম, জাতি, বর্ণের ঊর্ধ্বে উঠে,
আমরা এক হয়েছি মানবিকতার সুরে।
হিন্দু বলছে, “পূজার বাজেট কমাও,
বানভাসিদের পাশে দাঁড়াই।”
মুসলিমরা বলছে, “মসজিদের অর্থ
দান হোক ত্রাণের কাজে।”
পেট্রোল পাম্পের মালিকেরা
তেল দিচ্ছেন নিঃশুল্কভাবে,
অপারেটররা বলছে,
“নেট ফ্রি হোক বিপন্নদের জন্য।”
বিকাশের কর্মচারীরা তাদের
একদিনের বেতন দিচ্ছে,
অথচ তাদের কাছে কোনো
বাধ্যবাধকতা ছিল না।
আশ্রয়ের দরজা খুলে দিয়েছে
সব হোটেল, সাধারণ মানুষ বলছে,
“যে যার ঘরে ভাত মেখে খাই।”
জেগে উঠছে নতুন এক বাংলাদেশ,
যেখানে মানুষের মাঝে তৈরি হচ্ছে
অভূতপূর্ব ঐক্য।
এই দেশ, এই মাটি, আজ গর্বিত –
কারণ, আমরা সবাই বাঙালি,
এবং এটাই আমাদের শক্তি।
————————————–
২৩ আগস্ট ২০২৪
সময় বিকাল -৪:২০
কবিতা কুটির -নীলফামারী।