স্টাফ রিপোর্টার-
এস.এস.সি. ৯৪। ১৯৯৪ সালে যারা এস.এস.সি. পাস করেছিলো সময়ের হিসাবে তাদের জীবন থেকে প্রায় ৩০ বছর চলে গেছে। ৩০ বছর আগে একঝাঁক তরুন জীবনের জন্য চোখে রঙ্গীন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলো আগামী’র এক নতুন পথে। একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার যুদ্ধ শেষে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে দেশ ও সমাজের বিভিন্ন পেশায়। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, কেউ সাংবাদিক, কেউ কবি সাহিত্যিক, কেউ শিল্পী, কেউবা জায়গা করে নিয়েছে রাজনৈতিক মঞ্চে। আজ তারা প্রত্যেকেই শারীরিক ভাবে এসে দাঁড়িয়েছে যৌবন আর বৃদ্ধ বয়সের মাঝামাঝি যায়গায়। সমাজ সংসারের সকল ব্যস্ততার মধ্যেও তাদের চোখে ছিলো বদলে যাওয়ার বদলে দেওয়ার স্বপ্ন, স্বপ্ন ছিলো মানবতার কল্যানে কাজ করার। তাইতো খুঁজে ফেরা সেই ৩০ বছরের পুরোনো বন্ধুকে, একদিন যার সাথে বসে স্বপ্ন দেখা শুরু হয়েছিলো। খুঁজে খুঁজে পেয়ে যাওয়া তেমনি কিছু স্বপ্ন সারথি বন্ধুদের প্রচেষ্টায় “বদলে যাও, বদলে দাও” শ্লোগানে গত ০৯/১১/২০২৩ তারিখে পথ চলতে শুরু করেছে “পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাব” নামের সামাজিক সংগঠনটি। ৯৪ এর স্বপ্নবাজ ৭ বন্ধুর স্বপ্নে’র সম্মিলিত সৃষ্টি এই সংগঠনটি। সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা ১৯৯৪ সালে এস.এস.সি. ব্যাচের সমমনা বন্ধুদের নিয়ে সমাজসেবা মূলক কর্মকাণ্ড পরিচালনা করাই এই সংগঠনের মুল উদ্দেশ্য। গতকাল ১৮/১১/২০২৩ তারিখ শনিবার ছিলো “পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাব” এর মতবিনিময় সভা। সংগঠনের অনলাইন ক্রিয়টর মোঃ নুরুল আমিন বুলেট এর সভাপতিত্বে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংগঠনের এডমিন নীলা ইয়াসমিন, মনিরুজ্জামান ডানিয়েল, সেখ ননী রহমান, মাসুদ রানা, লুৎফর রহমান ও সাজ্জাদ হোসাইন। এছাড়াও সভায় উপস্থিত বন্ধুদের মধ্যে সমমনা বন্ধু রহিমা খানম, সৈকত হোসেন, সেখ শিবলী গঠনমূলক বক্তব্য রাখেন। সংগঠটির অনলাইন ক্রিয়টর মোঃ নুরুল আমিন বুলেট আমাদের প্রতিনিধিকে জানান আমরা আমাদের সংগঠনটির কার্যক্রম শুধুমাত্র অনলাইনেই সিমাবদ্ধ রাখবো না। আমরা সাংবিধানিক নিয়মের মাধ্যমে আমাদের সাংগঠনিক কার্যক্রম অফলাইনেও পরিচালনা করবো। সংগঠনের এডমিন নীলা ইয়াসমিন আমাদের প্রতিনিধিকে জানান আমরা পদ্মা এস.এস.সি. ৯৪ ক্লাব এর মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য ভালো কিছু কাজ করার ইচ্ছা থেকেই একত্রিত হয়েছি, আমাদের সংগঠনটির কার্যক্রম এখনি কিছু বলতে চাই না, সময়ে সব জনতে পারবেন।