আশাহীদ আলী আশা ॥ নবীগঞ্জে শাখা বরাক নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সাংবাদিকদের সাথে রিভার উইংস নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার বিকাল ৪টায় নবীগঞ্জ শহরের নাঈস রেস্টুরেন্টে রিভার উইংস এর মতবিনিময় সভায় পরিবেশ রক্ষায় নাগরিক আন্দোলন এই শ্লোগানকে সামনে রেখে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যে সর্ম্পকে অবহিত করা হয়। আগামী ২৪ ফেব্রুয়ারী বিকাল ৩টায় পদযাত্রাকে সফল করতে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানানো হয়। এসময় তারা শাখা বরাক নদী দুষন দখল মুক্ত করতে বিভিন্ন দাবী দাওয়া ও কর্মসূচী উপস্থাপন করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিভার উইংস এর আহবায়ক অধ্যক্ষ তনুজ রায় বলেন- শাখা বরাক নদীর নির্মলতা ফিরিয়ে আনতে তারা প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে যোগসূত্রস্থাপন করে মরে যাওয়া শাখা বরাক নদীকে দখল ও দুষন মুক্ত করে নবীগঞ্জ শহরের পর্যটন, কর্মসংস্থান, স্বাস্থ্য, পানি নিস্কাশন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিকল্পনা গ্রহন করে সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সংগঠটির সদস্য সচিব ফয়জুর রব পনি সদস্যদের পরিচিতি তুলে ধরে শাখা বরাক নদী প্রাণ সঞ্চারে সকলের সহযোগিতা কামনা করেন। অন্যতম সদস্য সাইফুল ইসলাম পারভেজ অতি স্বত্বর নবীগঞ্জ পৌরসভার প্রতি ওয়ার্ডে ডাম্পিং ষ্টেশন স্থাপনের দাবী জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য কাঞ্চন বনিক, জাকারিয়া হোসেন অপু, সাইফুর রহমান খান, ওহি দেওয়ান চৌধুরী, প্রভাষক জুবায়ের আহমেদ, পলাশ বনিক প্রমুখ।
মতবিনিময় সভায় প্রাচীনতম এককালের বহমান খরস্রোতা ঐতিহ্যবাহী শাখা বরাক নদীকে চলামান দুষনমুক্ত করতে সবাই একমত পোষন করেন।