স্টাফ রিপোর্টার:
খুলনা-৫ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রালয়ের মাননীয় মন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, খুলনা জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুমন বিশ্বাস, জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রনেতা অভিজিৎ সরকার রাহুল, শংকর কুন্ডু, লিটন বিশ্বাস, বিশ্বজিৎ কুমার মন্ডল, গৌরপদ দাস শান্ত, মিঠুন রায়,দেবদাস ঠাকুর দ্বীপ, শুভ মন্ডল সহ প্রমুখ নেতৃবৃন্দ।