আ: ছাত্তার মিয়া নরসিংদী:
নরসিংদীর মাধবদীতে ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত: ১৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪টায় ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী -২ পলাশের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলিপ। সভাপতিত্ব করেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মোমেন মোল্লা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহা. মোবারুল ইসলাম, এফবিসিসিআই এর পরিচালক মোঃ আলী হোসেন শিশির, মোক্তাদীন ডাইং,প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির হোসেন ভূঁইয়া, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য আ. কাইউম মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত, সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুল হাসান, আলফাজ উদ্দিন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন। আরো উপস্থিত ছিলেন পাঁচদোনা স্যার কেজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, ব্রাদার্স ডাইং, প্রিন্টিং এন্ড ফিনিশিং মিলসের পরিচালক মোঃ মোতালিব হোসেন,নরসিংদী নাম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক রফিকুল ইসলাম ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য হাজী মনির হোসেন, হাজী হাফিজুর রহমান ভিপি হাফেজ।
প্রধান অতিথি তার বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।