বিনোদন রিপোর্ট: “আনমেরিড ম্যাডাম“ প্রেমিক কে বিয়ে না করতে পাড়ায় ম্যাডাম ভালোবাসার প্রতি বিদ্বেষী হয়ে উঠেন এবং তার চোখের সামনে কোন প্রেমি/প্রেমিকা বা কোন যুগল দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এ নিয়ে হারুন অর রশিদের পরিচালনায় এবারের নাটক “আনমেরিড ম্যাডাম“ নাটক টিতে অভিনয় করেছেন, এসময়ে টিভি ও ওটিটি প্লাটফর্ম জনপ্রিয় অভিনেত্রী দোলা খান, যুবরাজ, সাগরিকা সুলতানা, মুন্নি, আলাউদ্দিন হক, লাবনী লাবণ্য সহ আরো অনেকে পরিচালকের সাথে দৈনিক বিকেল বার্তার প্রতিনিদির কথা হয়। জানা যায় আগামী সাপ্তাহে যুবরাজ মাল্টিমিডিয়া ইউটিব চ্যানেলে প্রচারিত হবে। সকল কে নাটক দেখার জন্য আহ্বান জানিয়েছেন পরিচালক।