স্টাফ রিপোর্টারঃ-
মোঃ ফয়সাল উদ্দিন
নোয়াখালী সদর ২০ নং আন্ডারচর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের কামাল কসাই এর বাড়িতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় গত ২৯/০৩/২০২৪/ খ্রীঃ তারিখে ৬ নং ওয়ার্ড থেকে একটি গরু চুরি হয়।
চোরাইকৃত গরুটি আজ ৩০/৩/২০২৪ খ্রীঃ তারিখে রাত ৯টা দিকে কামাল কসাই এর বাড়িতে রাতের অন্ধকারে ঐ গরুটি জবাই করেন কামাল, স্থানীয় লোকজন খবর পেলে সবাই এসে গরুটি কার? জিজ্ঞেস করে এমন প্রশ্নে স্থানীয়দের সাথে বিষয়টি নিয়ে বাক-বিতন্ডার একপর্যায়ে কামাল তার বসত ঘরে ঢুকে তার স্ত্রী সন্তান ও পাশের থাকা ভাইদেরকে ঘর থেকে সবাইকে বের করে নিজেদের ৫টি ঘরে নিজেরাই আগুন লাগিয়ে দিয়ে এলাকা ত্যাগ করে এমন ঘটনা ঘটে।
এই বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বললে তাহারা বলেন কামাল, নুর উদ্দিন, সিরাজ এই তিন চোরের কারণে পুরো আন্ডারচর ইউনিয়নের কোন ব্যক্তি শান্তিতে ঘুমাতে পারে না। আরো বলেন কামাল সহ সবার বিরুদ্ধে একাধিক মার্ডার মামলা রয়েছে এবং বেশ কিছু গরু চুরির মামলাও আছে বিগত তিন মাসের মধ্যে প্রায় ৪০ টি গরু চুরি করেছেন বলে দাবি আন্ডারচর ইউনিয়নবাসী।
এই বিষয়ে আন্ডারচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম বলেন, তারাবির নামাজের পরে টেলিফোনের মাধ্যমে বিষয়টি শুনতে পেয়েছি পরে ঘটনাস্থলে এসে চুরি হওয়া গরু জবাইয়ের সত্যতা পেয়েছি তবে ঘর বাড়িতে কে বা কাহারা আগুন দিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় লোকজনের মুখে শুনেছি কামাল তার নিজ ঘর থেকে ছেলে সন্তান ও পাশে থাকা ভাইদেরকে ঘর থেকে বের করে দিয়ে নিজ ঘরে নিজেই আগুন লাগিয়ে দিয়ে এলাকা ছেড়ে চলে যান।
এই বিষয়ে নোয়াখালী ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে আসি চোরাইকৃত গরুটি জবাই করার সত্যতা পেয়েছি তবে ঘরে আগুন কে বা কাহারা লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।