নীলফামারীতে প্রতিনিধিঃ
নীলফামারীর সদর উপজেলার চাপড়া ইউনিয়নের যাদুরহাটে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের সদস্যদের হাতে জাতীয় দৈনিক পত্রিকা আজকের আলোকিত সকালের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান লাবু নামের এক সাংবাদিককে লাঞ্ছনা ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
জানা যায়, সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বোনের বাড়ি থেকে যাদুরহাট বাজারে এলে গত মঙ্গলবার (৩১শে ডিসেম্বর) রাজ্জাক মেম্বারের বাড়ির সামনে সাংবাদিক জাহিদ হাসান লাবুকে ১৫/২০ জন পথরোধ করে এলোপাথাড়ি কিল-ঘুষি মারতে থাকে এবং গলায় মাফলার পেঁচিয়ে হত্যার চেষ্টা করে। সেসময় রড, সিমেন্ট ও খোয়া কেনার জন্য তার পকেটে থাকা দুই লাখ বিশ হাজার টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা।
পরে রাজ্জাক মেম্বার সহ এলাকার কয়েকজন মিলে সাংবাদিক জাহিদ হাসান লাবুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি সেখানে ২রা জানুয়ারী অব্ধি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
এঘটনায় বিচারের দাবিতে মঙ্গলবার (৭ই জানুয়ারী) সাংবাদিক জাহিদ হাসান লাবু বাদী হয়ে নীলফামারী সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনের নাম সহ অজ্ঞাত আরও ৯/১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান লাবু বলেন, আমরা সংবাদকর্মীরাই থাই ও ভিসা প্রতারণা চক্রের সদস্যদের হাতে নিরাপদ না তাহলে সাধারণ মানুষ তাদের কাছে কিভাবে নিরাপদ থাকবে, আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মামলার বিষয়ে বাদীপক্ষের আইনজীবী জানান, নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে, মামলাটি বিজ্ঞ আদালত নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ কে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।