স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৭ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরনবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকলিমা আক্তার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম পিপিএম প্রমুখ। সভায় ২য় ধাপে সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থী মোঃ মারুফ হাসান খান অভ্র, মোঃ মজিবুল আলম ফারাস হীরা, মোঃ আতাউর রহমান মানিক, অ্যাডভোকেট জি.এম খান পাঠান বিমল, মোঃ হাফিজুর রহমান খান, মোঃ আজহারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক তালুকদার, সাইফুল ইসলাম খান শুভ্র, অজয় চক্রবতীর্, শামীম, আজিজুল ইসলাম লিপটন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তুহিন আক্তার, নাঈম সুলতানা লিবন,শিল্পী ভট্রাচার্য্য প্রমুখ।