*নিজস্ব প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:*
“সুস্থ্য দেহ, সুন্দর মন, বেডমিন্টন খেলার আয়োজন” এই প্রতিপাদ্যে সামনে রেখে নেত্রকোণা সদর উপজেলা ফচিকা গ্রামে শহীদ নুরুল আমীন স্মৃতি বেডমিন্টন টুর্নামেন্টের চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ জানুয়ারি রাতে খেলাটি সংঘঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ কবির হোসনে ফকির, সভাপতি টুর্নামেন্ট পরিচাণা কমিটি ও যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল, খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুল কাদের সুজা, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি নেত্রকোণা। বিশেষ অতিথি হিবেসে উপস্থিত ছিলেন আব্দুৃল্লাহ আল মামুন খান রনি, সাবেক ১নং সহ সভাপতি জেলা যুবদল নেত্রকোণা, মোঃ নাজমুল ইসলাম, চেয়ারম্যান ৭ নং কাইলাটি ইউনিয়ন, আরো উপস্থিত ছিলেন আবু সাইদ, সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। বক্ত্যারা উনাদের মূল্যবান বক্তব্যে মাঝে শহীদ রাষ্ট্রপতি ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো কথা স্মরণ করে বলেন তিনি ছিলেন ক্রীড়ামোদি আজ উনার কথা মনে করে ফচিকাবাসী (এরশেদ মিয়া) প্রতি বছরের ন্যায় এবারও ৩৪তম বেডমিন্টন খেলার আয়োজন করেন। একটি গ্রামের ক্রীড়ামোদীরা ৩৪টি বছর ধরে এই ঘনশীতের মাঝেও গ্রামের সকলস্তরের মানুষের উপস্থি’তে খেলাটি অধীর আগ্রহে উপভোগ করেন। পরে শুভ *খাসকান্দি স্মৃতি বেডমিন্টন টুর্নামিন্টন টুর্ণমেন্টের* চুড়ান্ত বিজয় অর্জন করেন এবং *সমুন সিলপাই রানার্স আপ* দলকে প্রধান অথিতিরা মাঝে পুরুস্কার বিতণ করেন।