নেত্রকোনা থেকে দ্বীপক চন্দ্র সরকার : নেত্রকোণা আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে
সভাপতি কাশেম ও সাধারণ সম্পাদক জহির
আইনজীবী সহকারী সমিতি নেত্রকোণা জেলা শাখার নির্বাচন—২০২৪। ৩০ শে জানুয়ারী সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নেত্রকোণা আইনজীবী সমিতির হলরুমে উৎসব মূখর পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনজীবী সহকারী সমিতি নির্বাচন মোট ১৫টি পদের মধ্যে ০৪টি পদে প্রত্যেক্ষ ২৫৬ মোট ভোটে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করেন এবং ১১ টি পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন।
নির্বাচনী ফলাফল নিম্নরূপঃ মোট ভোট কাষ্ট হয় ২৪৮ টি। কাষ্ট ভোট হয় না ৮ টি। বাতিল বেলট ২ টি। উক্ত নির্বাচনে সভাপতি পদে ঃ— মোঃ আবুল কাশেম বিপুল ভোটের ব্যবধানে ২০৫ ভোট পেয়ে বিজয়ী ও নির্বাচিত হন। মোঃ জাকির হোসেন খোরশেদ, ৪০ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হন। সহ সভাপতি পদে ঃ— মোঃ হাবিবুর রহমান ১৭২ ভোট পেয়ে বিজয়ী ও নির্বাচিত হন। ফারুক ইয়ার খান কাজল ৬৯ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে ঃ— জহিরুল ইসলাম জহির, ১৫২ ভোট পেয়ে বিজয়ী ও নির্বাচিত হন। মোঃ জাঙ্গাগীর আলম গণি, ৮৯ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে ঃ মোঃ আব্দুল বারেক, ১৪৯ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী ও নির্বাচিত হন। মো ঃ মাসুদ রানা, ৯৫ ভোট পেয়ে নির্বাচনে পরাজিত হন। বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত প্রার্থীগণের নামের তালিকা নিম্নরুপ ঃ— যুগ্ন সম্পাদক ঃ — মো ঃ অনোয়ার হোসেন শফিক, অডিটর ঃ— সবিন্দু কান্তি সরকার, সাংস্কৃতিক সম্পাদক ঃ— আবুল কালাম, দপ্তর সম্পাদক ঃ— জাঙ্গাগীর আলম, সম্মানিত সদস্য ঃ— মোঃ কাঞ্চন মিয়া, ইলিয়াস খান, ওয়াসিম, সজল কান্তি সরকার, আমিরুল ইসলাম, হারুন— অর রশিদ, সোহেল রনি। ভোট গণনার শেষে উপরের উল্লেখিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাঃ এডঃ আবুল বাশার, রিটাইনিং অফিসার দায়িত্ব পালন করেন ঃ এডঃ মোকাম্মেল হক, পিজাইটিং অফিসার দায়িত্ব পালন করেন গোলাম মোস্তাফা বাবুল, আহবায়ক ছিলেন রঞ্জিত সরকার। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সহকারী সকল সদস্যবৃন্দ ও আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ ব্যোমকেশ ভট্টাচায্যর্ সাধারণ সম্পাদক এডঃ মহিদূর রহমান লিটন সহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন আইনজীবীগণ, সাংবাদিক শাহ্জাদা আকন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও নির্বাচন পরিচালনার সংশ্লিট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত সুধীজন। উক্ত নির্বাচনে শেষে নির্বাচন কমিশনার এডঃ আবুল বাশার— সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হওয়ায় তাকে সহযেগিতা জন্য নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞা ও পাশপাশি উপস্থিত সকল সুধীজনকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত সভাপতি মোঃ আবুল কাশেম তাকে বিজয়ী করার জন্যে সমিতির পক্ষ থেকে সকলকে সালাম জানিয়ে পরম করুনাময়ের কাছে কৃতজ্ঞা জ্ঞাপন করেন।