*নিজস্ব প্রতিনিধি:*
নেত্রকোণা কলমাকান্দা উপজেলা সীমান্ত এলাকার প্রাকৃতিক সৌন্দর্ষ উপভোগ করতে গিয়েছিলেন সাত যুবক। পরে আট বোতল ভারতীয় মদসহ যৌথবাহিনীর হাতে ধরা খেলেন যুবকগণ।
আটক যুবকরা হলেন- মৃত পড়ন্ত চন্দ্রের ছেলে উদয় (২৪), সুরণের ছেলে কানুন (২৬), সুনীল চন্দ্রের ছেলে বিশ্বজিৎ (২১), শ্যামলালের ছেলে নিকাশ (২২), সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ পাভেল (২০), রবীন্দ্রের ছেলে কালিপদ (৩৫) ও ধরান চন্দ্রের ছেলে সাপ্ত চন্দ্র (২৩)। তারা সকলে নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলার নাকডুরা গ্রামের বাসিন্দা।
৯ নভেম্বর শনিবার কলামকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন ভারতীয় মদসহ সাত যুবক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ (শনিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।
গত শুক্রবার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনাকালীন সময়ে ওই সাত যুবক আট বোতল ভারতীয় মদসহ আটক হন।