নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলায় ‘নবম সুসঙ্গ কবিতা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজছবি: প্রথম আলো
নেত্রকোনার দুর্গাপুরে ‘নবম সুসঙ্গ কবিতা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্গাপুর সাহিত্য সমাজ। এতে সহযোগিতা করে ‘পথ পাঠাগার’।
বেলা ১১টার দিকে বিজয়পুর সাদা মাটি পাহাড় এলাকায় উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী। উৎসবে প্রধান অতিথি ছিলেন সুফি কবি এনামুল হক।
চার পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ‘বাংলা কবিতায় অরণ্য বন্দনা’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি নাজমুল হুদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জীবন কুমার নন্দী। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা প্রাবন্ধিক আবদুল হালিম খান, কবি ও গল্পকার শাহান শাহ, কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, কবি বকুল, কবি আবুল বাশার, কবি কামাল হোসাইন, ক্ষুদ্র নৃগোষ্ঠী গবেষক ও প্রাবন্ধিক মতেন্দ্র মানকিন, কবি জয় প্রকাশ সাহা, কবি সজীম সাই সাইন, কবি জামাল তালুকদার প্রমুখ।