নিজস্ব প্রতনিধি (দ্বীপক চন্দ্র সরকার) নেত্রকোণা: নেত্রকোণা জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতাদের নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা ও চা চক্র ৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় নেত্রকোণা জেলা বার ভবন অনুষ্ঠিত হয়। এতে সকল নেতৃবৃন্দের উপস্থিতি মুখরিত করে তোলে নেত্রকোণা জেলা বার ভবনকে। সব থেকে আনন্দের বিষয় হল এখানে কাউকে আলাদা করে দাওয়াত দেয়া হয়নি শুধু একটি ফেইসবুক পেস্টের সা্হায্যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে করে বুঝা যায় ৯০ দশকের এর ছাত্রনেতাদের দলের প্রতি ভালোবাসা প্রমাণ মিলে। উপস্থিত সকল নেতা্কমীদের মাঝে প্রথমে সকলের পরিচিতি তুলে ধরা হয় কে কখন কোন পদে ছিলেন কিংবাপেদ বিহিন ৯০ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপি’র বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে আছে হাজার ও নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ্য করে আজ ও তারা দেলের সাথে উতপ্রোত ভাবে জড়িয়ে আছেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দের সকলের একে একে দলের সাংগঠনিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। পরিশেষে নেতৃবৃন্দ সকলকে আহ্বান জানায় আসুন আমরা সবাই মিলে এই ঐক্যবদ্ধ কর্মসূচি হয়ে জাতীয়তাবাদী পজিটিভ চেতনাকে জাগ্রত করি। সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্টা কামনা করেন।