নিজস্ব প্রতিনিধি: গত ৭ নভেম্বর মানসিক ভারসাম্যহীন কামরুল ইসলাম উজ্জ্বল (২৫) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হয় এরপর আর বাড়ি ফিরেনি। আজ ৫ দিন ধরে নিখোঁজ ওই যুবক। এ মর্মে দূর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এখন পর্যন্ত তার পরিবার কোন খোঁজ না পেয়ে ভিষন উৎকণ্ঠায়ে আছে।
জানা যায় নেত্রকোনা দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কুলুঞ্জা গ্রামের আব্দুল মন্নাফের ছেলে কামরুল ইসলাম। এ ঘটনায় নিখোঁজ উজ্জ্বলের বড় ভাই জুয়েল মিয়া (১১ নভেম্বর) সোমবার রাতে দুর্গাপুর থানায় একটি জিডি করে।
পরিবার সূত্রে জানা যায়, তিন ভাই ও চার বোনের মধ্যে ছয় নম্বর উজ্জ্বল। সে মানসিক ভারসাম্যহীন। বিভিন্ন স্থানে তার চিকিৎসা করালেও কোনো সুফল পওয়া যায়নি বিধায় নিখোঁজের পর থেকেই সম্ভাব্য নানা স্থানে খুঁজেও না পেয়ে পরিবারের সবারই চরম উৎকণ্ঠায় দিন কাটছে।
নিখোঁজ উজ্জ্বলের বড় ভাই জুয়েল মিয়া জানায়, সে বাড়ি থেকে বের হওয়ার সময় পরিবারের কাউকে কিছু বলে যায়নি। বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান মেলেনি তার। নিরুপায় হয়ে থানায় জিডি করেছে। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও কালো রঙের ফুলহাতা শার্ট জিডিতে উল্লেখ করা হয়েছে। কেউ যদি খোঁজ পান তাহলে ০১৯০৮১৩০৫৭০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অণুরোধ করা হচ্ছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ বাচ্চু মিয়া বলেন,জিডি হয়েছে আমরা নিখোঁজের বিষয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠাবো।