নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোনায় যৌথ অভিযানে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা সদস্যরা এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩৫ লিটার (১৬ বোতল) বাংলা (দেশি) মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরের দিকে সেনাবাহিনীর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. জিসানুল হায়দার এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলো- পৌর শহরের চকপাড়া হরিজনপল্লীর রতন বাশফরের স্ত্রী আরতি বাশফর (৪৫) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে সাজু মিয়া (৪৫)।
সেনাবাহিনী জানায়, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ নেত্রকোনা সদরে সু্ইপার সু্ইপার কলোনি এলাকায় অবৈধ মাদক কারবারের তথ্য পায়। প্রাপ্ত তথ্যে নেত্রকোনা সদর সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী আরো জানায়, অভিযান চালিয়ে দেশি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।