নোনা জলের কান্না
—————————-
আমিনুল ইসলাম রনি আমিন কক্সবাজার প্রতিনিধি
একা থাকি ভীষণ ভাবি
ফেলে আসা দিন,
কি করে যে শোধ দেবো হায়!
ভালোবাসার ঋণ।
যাদের ভালবাসায় আমি
হয়েছিলাম সিক্ত
তাদের অনেক আমায় ছেড়ে আজ,
আমি হলাম রিক্ত।
কোন কার্যে যে- ঋণ শোধাবো
ভাবনায় থাকি ডুবে
দিনের আলোয় চলছি ভালো
রাত আঁধারে প্রদীপ গেছে নিভে।
হয়তো এ ঋণ শোধ হবেনা
হাজার ভালবাসায়
তাদের হেরে জীবন আঁধার,
স্মৃতিগুলি কাঁদায়।
নোনা জলের কান্না আমার
শেষ হবে যে কবে-
প্রার্থনাতে চাওয়া আমার
যে যেখানে আছেন যে জন
ভালো থাকুন সবে।।