সিনিয়র স্টাফ রিপোর্টার-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৫ (বাজিতপুর -নিকলী) সংসদীয় আসন থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউল হক।
আওয়ামী লীগের মূলধারার রাজনীতিতে মোঃ আলাউল হক একটি অন্যতম নক্ষত্র। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বিলাসবহুল চাকরির মায়া ত্যাগ করে আপন তিন ভাইসহ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। স্বাধীনতা যুদ্ধে গৌরবময় বিজয় অর্জনের পর জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ বিধস্ত দেশ পুণর্গঠনের জন্য পুনরায় চাকুরিতে যোগ দেন তিনি।
১৯৭৫ পরবর্তী তিনি একটি উল্লেখযোগ্য কাজ করেন, ১৯৭৬-৭৭সালে মার্শাল -ল কোর্ট -৮ এ মেম্বার ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। সেই সময় পরিবার ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহস ও সততার সাথে বঙ্গবন্ধু হত্যায় জড়িত সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোশতাক ও কর্ণেল ফারুক (অবঃ) কে দন্ডিত করেন। পরবর্তীতে ১৯৮৩ সালে তিনি আওয়ামী রাজনীতিতে যোগ দেন। ১৯৯০ সালে তিনি বাজিতপুর উপজেলা চেয়ারম্যান নিযুক্ত হন। মূলধারার রাজনীতিতে হারিয়ে যাওয়া অবস্থান, ঐতিহ্য ও আস্থা অর্জনে তিনি সচেষ্ট ছিলেন। বর্তমানে দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ – ৫ (বাজিতপুর – নিকলী) আসনের আওয়ামী মনোনয়ন প্রত্যাশী।
রবিবার (১৯ নভেম্বর) দুপুর ৩ টা ৩০ মিনিটে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দলীয় মনোনয়ন ফর্ম জমা দেন মোঃ আলাউল হক।
রাজনীতি করে কোন কিছু পাওয়ার আশা তিনি করেন না, তবে বাকি জীবনের সবটুকুই তিনি মানব সেবায় কাটাতে চান বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোঃ আলাউল হক সম্ভ্রান্ত শিক্ষিত পরিবারের মানুষ রাজনীতিকে অবলম্বন করে তিনি কখনোই ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেয়নি, রাজনীতিতে এমন ব্যক্তিই প্রয়োজন। তাই স্থানীয় মহল তার মত রাজনীতিবিদকে ক্ষমতায় চায়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে অনেকে আশাবাদী।