মোঃওয়াহেদুল করিম,পঞ্চগড় প্রতিনিধি।
পঞ্চগড়ের তিন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৮ই মে সকাল ৮ টায় ভোট শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন ঘোড়া প্রতিক প্রার্থী মোঃ শাহনেওয়াজ প্রধান শুভ,প্রাপ্ত ভোট ৩১৯৯৮টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতিক প্রার্থী আমিরুল ইসলাম,প্রাপ্ত ভোট ১৫৩৮৭ টি।তেতুঁলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজয়ী হলেন মোটরসাইকেল প্রতীক প্রার্থী জনাব মোঃ নিজামউদ্দিন খান,প্রাপ্ত ভোট ৩৬৮৪০ টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার প্রার্থী মুক্তারুল হক,প্রাপ্ত ভোট ১১৮৬৬টি। আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বিজয়ী হলেন ঘোড়া প্রতীকের প্রার্থী আনিসুর রহমান,প্রাপ্ত ভোট ৩০৭৫৭ টি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক প্রার্থী তহিদুল ইসলাম,প্রাপ্ত ভোট ২৫৮৮৭ টি।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন সদর উপজেলার নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জায়েদ ইবনে আবুল ফজল,আটোয়ারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান এবং তেতুলিয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ শামীম হোসেন।