ইমরান সরকার :- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন প্রস্তাবিত নামের সাইনবোর্ড লাগিয়ে দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় স্কুলের সামনের ফটকে নতুন নাম করনের সাইনবোর্ড টি লাগিয়ে দেয়া হয়।
স্কুল প্রধান শিক্ষক হারুন অর রশীদের কাছে বিষয় টি জানতে চাইলে তিনি সত্যতা শিকার করে বলেন ৫ আগষ্টের পর ইতি মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর সাইনবোর্ড আমরা সরিয়ে ফেলেছি। তিনি আরো বলেন সরকার থেকে নির্দেশনা আশা মাত্রই বঙ্গবন্ধু নাম টি সকল জায়গা থেকে সরিয়ে ফেলা হবে বলে তিনি জানান।
এদিকে পলাশবাড়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইউছুব মন্ডল উল্লাস বলেন জুলাই আগষ্ট বিপ্লবের পর ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের নাম করনের কোন প্রতিষ্ঠান এই নতুন স্বাধীন বাংলাদেশে থাকবে না আর কেউ যদি তা রাখার জন্য অপচেষ্টা করে তা আমরা কখনোই হতে দিবো না ইনশাআল্লাহ।