রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি,
পলাশবাড়ি উপজেলার পবনাপুর গ্রামের মরহুম নাই উদ্দিন এর ছোট ছেলে আজাদুল হক সরকার বাড়িতে না থাকার সুবাদ তার আপন বড় ভাই নুরুল হক সরকার কর্তন ছোট ভাইয়ের জমি জবর দখল করার অভিযোগ গাইবান্ধা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত পিটিশন নং ৩৪/২০২৪ একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের হয়েছে ,
জানা গেছে ছোট ভাই আজাদুল হক সরকার বসত বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে পলাশবাড়ী শহরে বসবাস করায় বড় ভাই নিজেই লিখে দেওয়া জমি জবর দখল করছে আজাদুল হক সরকার আরো জানায় তিনি ২১/১/১৯৯৪ ইং তারিখে ৩০১ দাগে ১১ শতক জমির বড় ভাইয়ের নিকট কবলা রেজিস্টার করে নিয়ে ভোগ দখল করে
আশা কালে সুচতুর বড় ভাই বিক্রিত জমি প্রতারণায় মাধ্যমে নতুন করে রেকর্ড করে নিয়ে মাটি ভরাট কাজ শুরু করে বিষয়টি বুঝতে পেরে ছোট ভাই নালিশি জমি নিজ দখল নিতে গেলে বড় ভাই নুরুল হক সরকার ছোট ভাইকে বিভিন্ন ভয় ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে তাৎক্ষণিক উপায়ন্তর না পেয়ে ছোট ভাই আজাদ উল হক সরকার আইনের প্রতি শ্রদ্ধা রেখে গত ১৪/১/২০২৪তারিখে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা দায়ের করছেন বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহণের পর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপর ন্যাস্ব করলে পুলিশ স্থিতি অবস্থায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করেন বাদি আজাদুল হক সরকার বর্তমান নিরাপত্তাহীন তার ভুগছেন বলে তিনি সাংবাদিকদের জানান।