স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
পেশায় সহকারী ইলেকট্রিশিয়ান। পরিচয় দেয় পল্লী বিদ্যুতের উচ্চপদস্থ কর্মকর্তা ও কোটিপতি। চট্টগ্রাম শহরে তার নিজস্ব বাড়ি ও গাড়ির লোভ দেখিয়ে ফেসবুকে ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিতো শিবলী সাদিক নাঈম (৪১)। সেই বিজ্ঞাপণের ফাঁদে পা দিয়ে নিজের সম্ভ্রম হারিয়ে পুলিশের দ্বারস্থ এক তরুণী।
বুধবার (২৩ মে) রাতে মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু গত শিল্পনগর এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ ।
গ্রেপ্তার ওই যুবকের নাম শিবলী সাদিক নাঈম । তিনি নরসিংদী জেলার শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের বমটেক গ্রামের মৃত একেএম হুমায়ুনের ছেলে।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার দে বলেন, শিবলী সহকারী ইলেকট্রিশিয়ান হিসেবে মিরসরাইয়ে শিল্পনগরে নির্মাণাধীন বিভিন্ন কারখানায় কাজ করে আসছিলেন। মীসরাই, সীতাকুণ্ড, পতেঙ্গা এলাকায় ভাসমানভাবে থাকেন তিনি।
শিবলী ‘আসলাম চৌধুরী’ নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট পরিচালনা করতেন। কয়েকদিন আগে তিনি ফেসবুকে ‘পাত্রী চাই’ লিখে কয়েকবার স্ট্যাটাস দেন। সেখানে তিনি নিজেকে পল্লী বিদ্যুতের উচ্চপদস্থ কর্মকর্তা এবং চট্টগ্রাম শহরে তার নিজস্ব বাড়ি ও গাড়ি আছে বলে উল্লেখ করেন। ঠিকানা লিখেন- নেত্রকোণা জেলার সদর উপজেলার কাতিরহাট গ্রাম। পরে এই প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ।