স্টাফ রিপোর্টারঃ মোঃ গোলাম মোরশেদ:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উপদ্যাপন উপলক্ষে শপথ পাঠ, যুব ঋণের চেক বিররণ ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ, বৃক্ষের চারা বিতরণ, মাদক ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা পরিষদ হলরুমে আজ শুক্রবার সকালে, উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, পাঁচবিবি, জয়পুরহাটের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান। সভাশেষে যুব উন্নয়ন থেকে গাভী, মৎস্য ও বিভিন্ন প্রশিক্ষণার্থীর মধ্য থেকে ৭ জনকে ৫ লক্ষ টাকার ঋণের চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। সভাশেষে একটি র্যালী যুবকদের নিয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে।