সোহেল রানা, প্রতিনিধি পাইকগাছা খুলনা।
পাইকগাছায় রাসায়নিক মিশ্রিত উপায়ে কাঁচা আম পাকানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রাপ্ত সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে দশটার দিকে ঝড় বৃষ্টির মধ্যে পাইকগাছার কপিলমুনি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এসময়ে কাঁচা আমে রাসায়নিক ব্যবহার করে পাকা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ১৫ হাজার ৫ হাজার ও ১০ হাজার মিলিয়ে ৩ ব্যবসায়ীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ২৪ ক্যারেট রাসায়নিক মিশ্রিত আম গাড়ির চাকায় পিষ্টের মাধ্যমে বিনষ্ট করা হয়। জানা গেছে, ব্যবসায়ীরা আমগুলো রাজধানী ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।
অভিযান পরিচালনার সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন, আনসার সদস্য প্রসেনজিৎ মণ্ডল প্রমুখ।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে উক্ত অভিযান অব্যহত থাকবে।