স্টাফ রিপোর্টার:
খুলনার পাইকগাছায় রাতের আঁধারে ফিল্মি স্টাইলে ঘের দখলের অভিযোগ উঠেছে। তথ্য অনুসন্ধানে জানা যায় গত ইংরেজি ৩১ ডিসেম্বর ২০২৪ রাত অনুঃ ১১:৩০ মিনিটে লতা ইউনিয়নের একটি লীজ ঘের পাইকগাছা উপজেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান এস এম ইনামুল হক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আসলাম পারভেজ এর নেতৃত্বে দখল হয়।
উক্ত লীজ ঘেরটি দেলুটি ইউনিয়নের শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার লতা- পুতলাখালী মৌজায় ২০০৩ সাল থেকে লীজ ডীট মূলে ৫৪৮ বিঘা জমি ঘের করে আসছে।
ঘটনার বিবরণে সত্যজিৎ সরদার জানান, গত ইংরেজি ৩১ ডিসেম্বর রাত অনুঃ ১১ঃ৩০ মিনিটে ইনামুল ও আসলাম ভাইয়ের নেতৃত্বে আমার লীজ ঘেরের বাসায় হামলা করে বাসায় থাকা অনুঃ ১,৫০,০০০ টাকা নগদ ও অনুঃ ৪,৫০,০০০ টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়।
এ সময় আমার বাসায় থাকা কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে জীবন নাশের ভয়ে আহত অবস্থায় পালিয়ে যায়। উল্লেখ্য উক্ত ঘেরটি ২০২৩-২৪ সাল মোঃ মাশফিয়ার রহমান সবুজের নিকট থেকে লীজ ডীট ক্রয় সূত্রে শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার মৎস্য ঘের ব্যবসা পরিচালনা করে আসছে।
এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে এস এম ইনামুল হক মুঠোফোনে জানান, অত্র লীজ ঘেরটি আমি ও মাশফিয়ার রহমান সবুজ লতা-পুতলাখালী মৌজায় ৫৭০ বিঘা জমি ডীট করেছি।
ইতোমধ্যে ২০২৫ সালের হারির টাকা পরিশোধ করেছি। তিনি আরও জানান ০১/০১/২০২৫ তারিখ সকালে আমরা ঘেরে উঠি এ সময় ঘেরের বাসায় কেউ ছিল না।