স্টাফ রিপোর্টার: পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের বিনা ভোটের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর অপসরণ ও তার ভাইয়েরা হিন্দু সম্প্রদায়ের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বৃহষ্পতিবার দুপুর ১ টায় সোলাদানা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষ উপজেলা পরিষদের সামনে ওই মানব বন্ধন করে। উপজেলা সোলাদানা ইউনিয়নের বাসিন্দা খগেন্দ্র নাথ মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কিশোর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, রমেশ মন্ডল, চৈতন্য ঢালি, প্রশান্ত মন্ডল, রিক্তা, পূর্ণিমা শৈলেন্দ্র, খগেন, কাত্তিক চন্দ্র মন্ডল, হরিচাঁদ মন্ডল, রঞ্জন সরকার, দীনবন্ধু সরকার, কৃষ্ণপদ মন্ডল, বিজয় সুফল, রথিন মন্ডল সুকুমার মন্ডল, নির্মল চন্দ্র, দেবতী মন্ডল, শেফালী মন্ডল, ঈতিশা সরকার, সুচিত্রা মন্ডল, প্রিয়া রায়, শংকরী সরকার, রবিন বাশার । এ সময় বক্তরা বলেন, চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী সোলাদানা ইউনিয়নে নির্বাচনের সময়গুন্ডা বাহিনী দিয়ে ত্রাশ সৃষ্টি করে সাধারণ ভোটারদে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। শুধু তাই নয় চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে তার ভাইয়েরা হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে নেয়। বহু মানুষের ভিটে ছাড়া করেছে। সে কারণে তারা চেয়ারম্যানের দাবী করছে।