সোহেল রানা: পাইকগাছায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রি নিহতের মামলা ও বাস জব্দের জেরে মঙ্গলবার সকালে পাইকগাছা- খুলনা প্রধান সড়কে বাস আড় করে যান চলাচল বন্ধ করে দেয় ফলে ভোগান্তিতে পড়েছে শত শত মানুষ। বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের অভিযোগ আইন থাকা স্বত্ত্বেও সড়কে ইঞ্জিন চালিত মটরভ্যান, নছিমন-করিমল চলাচল বন্ধের দাবিতে তারা সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। সহকারী পুলিশ সুপার( ডি সার্কেল) মোঃ সাইফুল ইসলাম ও থানা ওসি মোঃ ওবায়দুর রহমান জিরোপয়েন্টে পৌছে বাস মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দ সাথে আলোচনা করে সংকট সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানা গেছে ।