কে এম বেল্লাল পাথরঘাটা ( বরগুনা) থেকে
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে লালদিয়ার চর এলাকা থেকে হরিণের ২টি মাথসহ ৯টি চামড়া উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ জুন) ভোর রাত চারটার দিকে কোস্ট গার্ডের একটি টিম অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। সুন্দরবন থেকে বারবার হরিণের মাংস উদ্ধার বা পাচারের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সেভাবে কাউকেই আটক করতে পারেনি কোস্ট গার্ড।
পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সুন্দরবন থেকে হরিণ শিকারিরা বিষখালী নদীর লালদিয়ার চর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান শুরু করলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে বস্তাবন্দী অবস্থায় ৯টি হরিণের চামড়া, ২টি মাথা, ১১টি পা, ৪টি লেজ এবং ৪টি শিং উদ্ধার করেন তারা।
তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের বিচ্ছিন্ন অংশগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।