মহসিন আলম মুহিন।চাঁদ
শোন মুসলমান, এসেছে রমজান,
উঠেছে পুণ্যের চাঁদ, কি সুন্দর আসমান।
ঘুমন্ত আত্মারে জাগ্রত করার তরে,
আলো হয়ে আল-হেলাল উঠেছে গগন জুড়ে।
মুসলিম জাহানে এ যে জান্নাতের সন্ধান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
আজ হতে সকল মুসলমান,
মজবুত করো তোমাদের ঈমান,
খোদার রাহে করো তোমার ইচ্ছাকে
কোরবান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
দিন গত হয়েছে রাত্রি এসেছে,
মুয়াজ্জিন এশার আযান দিতেছে,
করো না দেরী শুনে মধুর এ আহবান,
তারাবীহ্ পড়তে মসজিদে লও স্থান,
দেখ্ চেয়ে দেখইঢ আসমান।।
ভুলে যেওনা রেখো স্মরণ,
কখনো হৃদয় হতে করো না গোপন,
করতে হবে রোজার সাথে সাথে পালন,
পাঁচ ওয়াক্ত সালাতের ফরমান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
অর্ধ রাত্রিতে উঠে পর ঘুম হতে,
তাহাজ্জুদ পড়ে, সাহরী খেয়ে যাও নিয়্যতে,
ফরিয়াদ জানাও “হে রহমান”-
রাখতে পারি যেন এই দিবসের মান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
ইফতার করতে যখন বান্দায়,
কাতার করে একসাথে বসে যায়,
ডেকে ডেকে বলেন খোদায়,
বল বান্দা যার মনে আছে যে আরজি খান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
এই তো সেই মাস বরকতে রমজান,
যে মাসে ধরণীতে এসেছিল কোরআন,
পাহাড়-পর্বত, বৃক্ষরাজি আর জমিন আসমান,
নিতে পারেনি যারে, নিয়েছিল ইনসান-(মহানবী সাঃ), দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
রমজান মাসে বরকত আসে,
ব্যবসা-বাণিজ্যে হিসেব কষে,
দিতে বলেছেন আল্লাহ মহান,
গরীবের হক যাকাতের বিধান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
একটি মাস ধৈর্য্য ধরে,
সংযমী যারা হতে পারে,
মসিবতের দিনে তাদের তরে,
নিজ হাতে পুরস্কার দিবেন সর্বশক্তিমান,
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
পরীক্ষাই নেবে কষ্ট দেবে,
খুশীর বাণী নাহি শোনাবে,
তেমন তো নয় মালিক-সুবহান,
বান্দার তরে তিনি যে দয়াবান
দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।
রমজানের বিদায় বেদনা,
বান্দার মনে যেন থাকে না,
তাইতো দিলেন ঈদের বিধান,
এ যে মহা আনন্দের, মহা প্রভুর দান, দেখ্ চেয়ে দেখ্ ঐ আসমান।।