দ্বীপক চন্দ্র সরকার: ২১ ফেব্রুয়ারি বিকাল ৩:০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল, নেত্রকোণায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল, নেত্রকোণার সম্মানিত সভাপতি মোঃ ফয়েজ আহমেদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)—পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত, জনাব সাহেব আলী খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)—পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত, জনাব মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মালেক, সহকারী শিক্ষক/শিক্ষিকাবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ।