১৫/২/২০২৪ ইং তারিখ বৃহস্পতিবার আরটিভি ইউটিউব চ্যানেলে সংবাদ প্রকাশের মাধ্যমে জানিতে পারি যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্ত নিয়ে ছেলে খেলা শিরোনামে প্রচারিত সংবাদটি আমাকে বিভ্রান্ত করিয়াছে। যাহা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমার ধারকৃত টাকা নেওয়াকে ময়না তদন্তের টাকার সাথে জুড়ে দিয়ে একটি কুচক্রী মহল এই রকম মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার পরিচিত জৈনক ও বাবুল মিয়া নিকট হইতে বিগত ৩ (তিন) বছর পূর্বে সাংসারিক কাজের জন্য ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ধার হিসেবে নিয়ে ছিলাম। যাহা ইতিমধ্য পরিশোধ করিয়াছি। বিষয়টি যেমন আমাদের মোবাইল ফোনে রেকর্ড রহিয়াছে ও সংশ্লিষ্ট লোকজন আমাদের লেনদেন বিষয়ে অবগত রহিয়াছে।
(দিপু সরকার)
পিতা— মৃত দিলীপ সরকার
সাং—জয়নগর হাসপাতাল কোয়াটার
নেত্রকোণা সদর, নেত্রকোণা।