সোহেল রানা পাইকগাছা প্রতিনিধি :
২০২৩সালে গদাইপুর ইউনিয়ানের ২নাম্বার ওয়াড বাইশেরাবাদ আবাসনের ভেরি বাদ ভেঙে যায়, পানিতে ডুবে যায় আবাসনের ঘর, ১৩ দিন ধরে আবাসনের মানুষ চুলা জালাতে পারিনি, উপজেলা নির্বাহী অফিসার দিয়েছেন শুকনা খাবার, ও চাল ডাল সহ নানা ধরনের খাদ্য সামগ্রী, সাহায্য করেছে উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ সরকারি অফিসার, উপজেলার নির্বাহী অফিসারে নিরদেশে আবাসনের সবাই করেছেন ভেরিবাদের কাজ,সাহায্য করেছিলো উপজেলার নির্বাহী অফিসার, উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, আবাসনের সাথে এফ সি ডিয়ার জমি আবাসন প্রকল্পের মুজিব বষের অনুকূলে দেয়, উপজেলার নির্বাহী অফিসার ওপানি উন্নয়ন বোর্ড।শত ছিলো নদীর থেকে নোনাপানি না তুলে, মিঠা পানিতে ধান মাছ চাষ করতে, আবাসের পানি সরানোর জন্য বসানো হয় পাইপ, বলেছিলো একটি সমিতি গঠন করে, সবাই মিলেমিশে এফ সি ডিয়ারের জমির ধান মাছের লাভের টাকা সমন ভাবে বন্টন করে নিতে। সেই কথা তারা মনে চলছিল,তারা মিলেমিশে করেছিল ধান চাষ,সমিতির সভাপতি বলের মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে বলছেন । এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবেনা উপাদান বাড়াতে হবে,আমরা সেই কথা বাস্তবায়ন করবো,কিন্তু তাদের এই জমি গায়ের জোরে ছিনিয়ে নিয়েছেন, তোবারক হোসেন ভুট্ট,যে পাইপ দিয়ে আবাসনের পানি সরানোর কথা ছিলো, সেই পাইপ দিয়ে তুলছে নদীর থেকে নোনাপানি, এতে করে আবারো ধংস হতে পারে আবাসনের ভেরি বাদ, তাই উপজেলার নির্বাহী অফিসার সহ সরকারের কাছে দাবি,তারা জেনো এই বিষয়টি সমাধান করে, ও মুজিব বষ আশ্রয় প্রকল্পের আওতায় জমিটা ফিরিয়ে দিয়ে, গরীব আসহায় মানুষের পাশে দারায়,।