রাসেল আহমেদ সাগরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সুস্থ থাকেন দেশ সুস্থ থাকবে, তিনি ভালো থাকলে দেশ ভালো থাকবে। গত ১৪ই জুন রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার সদর রাজনগর আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান এমপি উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি আরো বলেন মানুষ বন্যা হওয়ার পর চাল পায় আর আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বন্যার শুরু হবার সাথে সাথে আপনাদের জন্য বরাদ্দ এনেছি তাই রাজনগরের মানুষের চিন্তার কোন কারণ নেই বন্যা হলে আপনাদের জন্য খাবারের অভাব হবেনা।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান দের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, মহিলা ভাইস চেয়ারম্যান সুমাইয়া সুমি, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক প্রমুখ।