মোঃ আরফাতুল ইসলাম চকরিয়া প্রতিনিধি:
প্রাণিসম্পদে ভরবো দেশ গরবো স্মাট বাংলাদেশ
এই প্রতিপাদ্যকে সামনে রেখে
বৃহস্পতিবার (১৮এপ্রিল) সকাল ১১টায় চকরিয়া
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়
এসময় অনুষ্ঠান ভার্সুয়ালী উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন মো: ফখরুল ইসলাম, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার।
প্রধান অতিথি: মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (বীর প্রতীক), মাননীয় সংসদ সদস্য-কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বিশেষ অতিথি জনাব ফজলুল করিম সাঈদী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,চকরিয়া। মকসুদুল হক ছোট্ট, চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান। জেসমিন হক,জেসি চৌধুরী, চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। মোঃ আরিফ উদ্দিন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার ,চকরিয়া উপজেলা কৃষি অফিসার নাসিম হোসেনসহ ও বিভিন্ন রাজনীতবিদ গন গণ্যমান্য ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রদর্শনীতে ভিন্ন ভিন্ন ভ্যালু চেইন ভিত্তিক প্রায় ৪০টি স্টল স্থাপন করা হয়েছে। প্রাণিসম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ সামগ্রী, টিকা, প্রাণিজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম,মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদি।
গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিষয় বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭০টি পুরস্কার, ক্রেস্ট এবং অংশগ্রহণকারীকে সনদ প্রদান করা হবে।দেশব্যাপী ৬৪ জেলার ৪৬৬ উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে।