ইমরান সরকার:-ফিলিস্তিনের নিরীহ মুসলিম নারী পুরুষ ও কোমলমতি শিশুদের উপর ঈসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ ( শুক্রবার) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিক বিক্ষোভ মিছিলটি জুম্মার নামায শেষে গাইবান্ধা শহরের ষ্টেশন মসজিদ থেকে শুরু হয়ে গাইবান্ধা জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা দাস বেকারীর মোড়ে এসে সমাবেত হয়। পরে গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ রুম্মান ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, মোঃ ফয়সাল কবির রানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ওবায়দুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মোঃ শাওন হাসান প্রমুখ।
মিছিলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার নেতাকর্মীরাসহ সর্বস্তরের ছাত্রজনতা অংশ নেন।