হাফিজুল ইসলাম লস্কর: সিলেটঃ ফুটপাত ও যানযট মুক্ত নগরী গড়তে এবং মানুষের নিরবিচ্ছিন্ন চলাচলের জন্য ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধভাবে ব্যবসা করে জন চলাচলে বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিসিক।
মঙ্গলবার (১৯ মার্চ) নগরীর ফুটপাত অবৈধ দখলকারীদের উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে সিলেট সিটি কর্পোরেশন। প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খাঁন ও নির্বাহী ম্যজিস্ট্রেট ফারিয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে মহানগর পুলিশের আভিযানিক দল ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন।
লালাদিঘির পাড়স্থ ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের নির্ধারিত জায়গায় পুনর্বসানের পর থেকে কঠোর ফুটপাত দখলমুক্ত করতে কঠোর অভিযানে পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন। তার পরিপ্রেক্ষিতে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বন্দর, জেলরোড সহ আশেপাশের এলাকায় ফুটপাত ও পাবলিক টয়লেট দখল করে অবৈধ ভাবে ব্যবসা করে আসছে ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ ও জরিমানা আদায় করা হয়। মোট নগদ ৩১ হাজার ৫ শ টাকা জরিমান আদায় করা হয়েছে এবং ফুটপাত দখল করে থাকা বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়েছে।