মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার) : বগুড়ার নিউ গন্ধেশ্বরী ঘি’র তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে বগুড়ার রাজা বাজারস্থ প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত ঘিয়ে ডালডা মেশানোর অপরাধে এই বিপুল পরিমাণ জরিমানা দেয়। বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে আদি গন্ধেশ্বরী ঘি-কে সর্তকতা করার পাশাপাশি পরিবেশ আইনে রাজা বাজারের মুকুল স্টোর থেকে ১৮৮ কেজি পলিথিন জব্দ ও প্রতিষ্ঠানটির সাত হাজার টাকা জরিমানা করা হয়।