মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া’র মাদক বিরোধী অভিযানে ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি প্রাইভেটকার সহ ০৫(পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সদর থানাধীন তিনমাথা ট্রাফিক পুলিশ বক্স এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ০১।মোঃ বিল্লাল হোসেন(৪১), পিতা-মৃত মোস্তফা মিয়া, মাতা-মৃত নিলুফা বেগম, স্থায়ী সাং রাধা নগর চন্দরসার, এ/পি জনৈক মোঃ লোকমান মিয়ার (বাড়ীর ভাড়াটিয়া), শ্বশুর মোঃ মানিক মিয়া, সাং-আখাউড়া মসজিদ পাড়া, থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া, ০২। মোঃ আফজাল হোসেন(২০), পিতা-মোঃ সিদ্দিক মিয়া, মাতা-মোছাঃ লাবিয়া বেগম, সাং-আখাউড়া মসজিদ পাড়া হাজী মহল্লা, থানাঃ আখাউড়া, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া, ০৩। মোঃ রফিকুল ইসলাম বুলবুল(৪৮), পিতা-মোঃ আশকর আলী মৃধা, মাতা-মোছাঃ জাহানারা বেগম,০৪। মোঃ রবিউল ইসলাম(৩৮), পিতা-মোঃ আক্কাস আলী, মাতা-মোছাঃ আছেমা খাতুন, ০৫। মোঃ সোহেল রানা (৩২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোছাঃ জাহেরা বিবি, সর্ব সাং-বশিকোড়া, থানাঃ আদমদিঘী, জেলাঃ বগুড়াদেরকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে সর্বমোট ১০(দশ) কেজি মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত ০১(এক) টি প্রাইভেটকার উদ্ধার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।