মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার): বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্টে ছুরিকাঘাতে মেহেদী হাসানকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) ভোরের দিকে জেলার শিবগঞ্জ উপজেলার বিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার প্রধান আসামি শহরের জহুরুল নগর এলাকার রকিবুল ইসলাম রকি (২০)।এসব তথ্য নিশ্চিত করেছেম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, বলেন, রকিকে বিহার হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে পাঠালে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এঘটনায় বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এর আগে গত শনিবার রাত ৯ টায় মেহেদী হাসান হত্যার শিকার হোন। পরে রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মোট নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।মামলায় হত্যাকাণ্ডের কারণ হিসেবে পূর্ব শত্রুতার জেরের কথা উল্লেখ করেছেন বাদী। হত্যাকাণ্ডে আরও অভিযুক্তরা হলেন, শহরের জহুরুল নগর এলাকার মো. মতি (২০) ও মো. শাকিল (২১)। এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার মেহেদী হাসান সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত কনসার্ট দেখতে যায়। কনসার্ট দেখে ফেরার সময় কলেজের দক্ষিণ পাশে ১০ বিল্ডিংয়ের সামনে আগে থেকে সেখানে থাকা আসামিরা মেহেদীকে একা পেয়ে হামলা করে।এজাহারে উল্লেখকৃত আসামিরা চাকু দিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে চাকু দিয়ে মেহেদীর পেটে আঘাত করলে ভুড়ি বের হয়ে যায়। এরপর ঘটনাস্থলে মেহেদীর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে আসামিরা পালিয়ে যায়। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।