পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) এর উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। উদ্বোধন করলেন খুলনা- ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ রশীদুজ্জামান মোড়ল। সোমবার, সকাাল ১০ টায় “লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন) এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
খুলনা শিরোমনিস্থ বিএনএস বি চক্ষু হাসপাতাল পরিচালিত ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে মোট ৭৬ জন পুরুষ ও ৩৮ জন নারী চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং ২৬ জনকে ছানি অপারেশনের জন্য উক্ত চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু আনন্দ মোহন বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদ মৃনাল কান্তি বাছাড়, ইউপি সদস্য তাজ উদ্দীন আহমেদ, এস এম মোফাজ্জেল হোসেন, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, হিসাব সহকারী শিবুপদ রায়, দফাদার মোঃ রবিউল ঢালী, গ্রাম পুলিশ আব্দুল কাদের মোল্যা, মিঠুন কুমার মন্ডল, ফয়সাল আহমেদ, শংকর কুমার সানা, মোঃ মোস্তফা সানা, আশুতোষ কুমার সানা ও মোঃ ইবাদুল গাজী সহ আরো অনেকে।