( সৈয়দ মিয়া : স্টাফ রিপোর্টার চট্টগ্রাম )
চট্টগ্রাম নগরীর বন্দরটিলা এলাকায় সিপিআরএস মানবাধিকার সংস্থার কার্যালয়ে চট্টগ্রাম মহানগরীর
বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক, ব্যবসায়ী মরহুম আব্দুল আজিজের শোক সভা ২৩ আগষ্ট, শুক্রবার বিকেলে সাবেক ছাত্রনেতা মোঃ নিজাম উদ্দিন জ্যাকির সভাপতিত্বে ও মানবাধিকার সংগঠক মোঃ বেলাল হোছাইন বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ও মানবাধিকার সংস্থা সিপিআরএস এর বিভাগীয় সহ -সভাপতি মোঃ আনিসুল ইসলাম চৌধুরী। আরও বক্তব্য রাখেন সমাজ সেবাক দ্বিন মোহাম্মদ দিলু, সংগঠক মোঃ শামসুল হক, ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, শিক্ষক মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, মোঃ রিয়াজ উদ্দিন ঘরামী, মোঃ আলমগীর, ইসমাইল হোসেন, মোঃ আলাউদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মরহুম আব্দুল আজিজ চট্টগ্রামে সমাজ সেবায় অনন্য অবদান এবং ব্যবসায়ীদের সাথে সৌজন্যবোধ বজায় রাখতে স্ব চেষ্টা ছিলেন।তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী