জেলা প্রতিনিধি !
বরগুনার বেতাগী উপজেলা ও সদর উপজেলার সংযোগস্থল খাদ্দন নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ ব্রিজটি রবিবার সকাল ১০:২০ মিনিটে হঠাৎ ধসে নদীতে পড়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
ব্রিজটি ধসে পড়ার ফলে চান্দখালী হাই স্কুল ও গার্লস স্কুলসহ এলাকার হাজারো মানুষ যোগাযোগ সমস্যায় পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই ব্রিজটি ছিল এলাকার অন্যতম প্রধান সংযোগ সেতু। ব্রিজ ধসে তারা প্রতিদিনের কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং স্থানীয় ব্যবসায়ীদের বাজারে পণ্য আনা-নেওয়াও বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয়রা অভিযোগ জানিয়েছেন, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সময়মতো মেরামত না করার কারণেই এটি ধসে পড়েছে বলে তাদের অভিযোগ। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ এবং বিকল্প যোগাযোগের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ব্রিজ ধসের পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা জানিয়েছে, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া অস্থায়ীভাবে একটি বিকল্প পথ তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।