রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ডিগ্রী কলেজের দাতা ও অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮ই ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত বরমী ডিগ্রী কলেজে চলে ভোট গ্রহণ।
কলেজের দাতা সদস্যদের মধ্যে প্রতিনিধি নির্বাচিত হন, রুকুনুজ্জামান রাসেল মোড়ল। ৪৫ জন দাতা সদস্যদের মধ্যে,৩৪ জন দাতা সদস্য ভোট প্রদান করেন, দাতা প্রতিনিধি পদে ২ জন ও অভিভাবক প্রতিনিধি পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দাতা অভিভাবক প্রতিনিধি
পদে রোকনুজ্জামান রাসেল মোড়ল ও আফাজ প্রধান ১৭টি করে সমান ভোট পান।পরে লটারির মাধ্যমে রুকুনুজ্জামান রাসেল মোড়ল নির্বাচিত হন।
১০৫৮ জন অভিভাবক সদস্যের মধ্যে ৪০৩ জন ভোট প্রদান করেন,আর অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন, মোঃ মঈনুল হোসেন, মোঃ নিজাম মোড়ল ও আলম সরকার।
এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন,অত্র কলেজের অধ্যক্ষ জনাব তাফাজ্জাল হোসেন।#