আল আমিন কাজী, বরিশাল : স্মার্ট কার্ড বিতরণের বিষয়টি কেন্দ্র করে আজ ০৪ এপ্রিল বৃহস্পতিবার বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন পরিষদের ৯ নং ও ৫ নং ওয়ার্ডের পুরাতন ভোটারদের জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কপি, সকাল ৯ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
যা সকাল ৯ ঘটিকা থেকে সুষ্ঠু ভাবে সম্পাদন হয় বলে বিষয়টি অবগত করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড.শহিদুল ইসলাম মৃধা। তিনি বলেন আমার ইউনিয়নের প্রতিটি ব্যক্তির স্মার্ট কার্ড পাওয়ার অধিকার আছে। পুরাতন কার্ডকে নষ্ট করে নতুন প্লাস্টিক এন আইডি কার্ড বিতরনের মাধ্যমে সরকার জনগনকে একটি স্মার্ট সুবিধা প্রদান করবেন।এবং যারা ২০১৬ সালের পরে ভোটার হয়েছে তারা পরবর্তীধাপে কার্ড সংগ্রহ করতে পারবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।আমরা চেষ্টা করবো পর্যায়ক্রমে আমার ইউনিয়নের সকলের মাঝে স্মার্ট কার্ড বিতরণের।এবং আইন শৃঙ্খলা বিষয়ে কোনো ধরনের অবহেলা ছিলো না। এখানে পুলিশ, আনসার, ও গ্রাম পুলিশ সদস্যরা যথাযথ ডিউটিরত অবস্থায় ছিলো।
এছাড়া বক্তব্য রাখেন উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন সিকদার। তিনি বলেন আমার ওয়ার্ডের প্রতিটি ব্যক্তির খোঁজ খবর নেয়ার দায়িত্ব আমার।সুতারং আমি আমার ইউনিয়নের কোনো ব্যক্তিকে এ কার্ড প্রাপ্তি থেকে বঞ্চিত হতে দিবো না।
জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কপি পাওয়ার পর জনসাধারণের মাঝে একটি উজ্জ্বল হাঁসি দেখতে পাওয়া গেছে। অনেকেই বলছেন ভিড়ের মাঝে যদিও কার্ড নিতে সমস্যা ছিলো, তবে হাতে পাওয়ার পর মনের মাঝে আনন্দ আসছে। কেনোনা এই কার্ড পূর্বের কার্ডের মতো নয়।বৃষ্টিতে ভেজার ভয় নাই, নষ্ট হওয়ার ভয় নাই। এ বিষয়ে কার্ড পেতে কষ্ট হলেও আমরা খুশী আছি।