মহসিন আলম মুহিন
ঋতুরাজ এলো রাজার বেশে, কৃষ্ণচূড়া সাজে নতুন সাজে,
কোকিল ডাকে মধুর সুরে, ভ্রমরা গুলো আকাশে উড়ে।।
ফুল ফুটুক আর না ফুটুক-মনের মাঝে আজ বসন্ত,
কোকিলের কুহু কুহু তানে, ঢেউ জাগে প্রাণে অফুরন্ত।।
প্রাণের মাঝে লাগে দোলা, মনের জানালা খোলা মেলা,
ফুল বাগানের মিষ্টি ঘ্রাণ, গাছেরা আবার পেলো প্রাণ।।
পাখিরা আজ গাইছে গান, যৌবন জুড়ে নয়া তুফান,
মন হারায় ঐ দিগন্তে, নেচে নেচে উঠে হিয়া “বসন্তে”।।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী
জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী
দেশঃ-বাংলাদেশ
মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯