স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী জাতীয় দৈনিক বিকাল বার্তা।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আওয়ামী মোটরচালক লীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে । এতে সভাপতি র্নির্বাচিত হয়েছেন রহমত আলী ,সাধারণ সম্পাদক হয়েছেন ছরওয়ার কামাল।
গত মঙ্গলবার (১১ জুন ) সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক রফিক ওমর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সংগঠনটির ব্যানারে আয়োজিত সভায় নাম ও পদবী ঘোষণা দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য শহীদুল কবির সেলিম।
এই সময় তিনি বলেন , বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগ প্রতিষ্ঠিত হরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা শেখ হাসিনার হাতে। এদুর্দিনে আন্দোলন-সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। কিন্তু বিএনপি-জামায়াতের আ-গুন স-ন্ত্রা-সের মোকাবিলা করতে গিয়ে যেসব মোটর চালক নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, আজকে আমি তাদের স্মরণ করছি। প্রগতিশীল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ নেতৃত্ব দিচ্ছে।
নব নির্বাচিত সভাপতি রহমত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহ- সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোরশেদুল আলম ও ফজুল আজিম প্রমুখ।