মেঃ মাহফুজুর রহমান নড়াইল জেলা প্রতিনিধি ,,
বাংলাদেশ খেলাফত যুব মজলিস নড়াইল জেলা শাখা পূনর্গঠন করা হয়েছে আগামী ১ বছরের জন্য । গত (০৭ ফেব্রুয়ারী, শুক্রবার ২০২৫ সকাল ১০টায় স্থান নড়াইলের নড়াগাতী মার্কাজ মসজিদে । মজলিসের আমেলার মূল্যায়নের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। খেলাফত যুব মজলিশের কমিটির নামের তালিকা ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান।
কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মাওলানা বোরহান উদ্দিন ইমাম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মুহিব্বুল মুরসালিন, সাবেক জেলা সহ-সভাপতি মাওলানা ফোরকানুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, নড়াইল জেলা সভাপতি হাঃ জাকারিয়া, সহ-সভাপতি মুফতী আব্দুল্লাহ খালিদ,সংগঠন বিভাগের সম্পাদক-মাওঃ শফিউল আলম । হাফেজ জাকারিয়াকে জেলা সভাপতি, মুফতি আবদুল্লা আল খালিদকে সহ-সভাপতি ও মাওলানা শফিউল আলমকে সাধারণ সম্পাদক হিসেবে মোননিত করা হয়। অন্যান্ন পদে দায়িত্ব পান বাইতুল মাল বিভাগের সম্পাদক হাঃরাজিবুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা অহিদুজ্জামান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মোঃ মিন্টু মোল্লা, অফিস বিভাগের সম্পাদক হাফেজ মাহদী হাসান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম রাফসান, প্রচার বিভাগের সম্পাদক কারী সাইফুল ইসলাম, বাইতুল মাল বিভাগের সহ-সম্পাদক মোঃ হাবিবুল্লাহ। মজলিসে আমেলার সদস্যরা হলেন, মাওঃ ফিরোজ আহমাদ, হাঃ শরিফুল ইসলাম, মাওঃ রেজাউল করীম, মাওঃ আনিসুর রহমান, মুফতী মামুনুর রশীদ, মাওঃ জামিল আহমাদ, মুহাঃ জহিরুল ইসলাম, মাওঃ আনাসুর রহমান, মুহাঃ আব্দুল্লাহ ও মুফতী শফিকুল ইসলাম প্রমুখ।