হবিগঞ্জ (নবীগঞ্জ) থেকে জেলা প্রতিনিধিঃ
নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের হালিতলা বারইকান্দি গ্রামে বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ কমর উদ্দিন গং ও তাহার ছেলেদের রক্তক্ষয়ী সংঘর্ষ ও সন্ত্রাসী হামলায় মহিলা সহ একই পরিবারের ৪জন আহত হয়েছে , আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হলে কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্হায় দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২জন ব্যাক্তি আঃ মুহিন (২৪) ও আঃশরীফকে (১৮) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । অন্য ২জনকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ২৬ জুন বুধবার বেলা ২টার সময় বারইকান্দি গ্রামের কমর উদ্দিন গং ও তাহার ছেলেদের হামলায় উল্লেখিত লোকজন আহত হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক । আহতরা জানিয়েছেন বাড়ির সীম সীমানা নিয়ে বিরোধের জের ধরেই পূর্ব পরিকল্পিত ভাবেই সংঘর্ষ সংঘটিত হয়। গুরুতর আহত ব্যক্তিরা হচ্ছেন নবীগঞ্জ সদর ইউনিয়নের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল ওয়াহিদের ছেলে আব্দুল মুহিন(২৪), আব্দুল শরীফ(১৮), মিনারা বেগম, স্বামী আব্দুল ওয়াহিদ ও মৃত আব্দুল জব্বারের
ছেলে আব্দুস শহীদ। আহত ব্যক্তিদের হবিগঞ্জ আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।