স্টাফ রিপোর্টার বাবুল চৌধুরী বাবুল জাতীয় দৈনিক বিকাল বার্তা। বান্দরবান সদর উপজেলা থানাএলাকা আওতাধীন টংকাবতী ৩নং য়ার্ড ইউছুফ শাহ পাড়া জামে মসজিদ ও মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠম পর্যায়)ইসলামীক ফাউন্ডেশন, বান্দরবান পার্বত্য জেলা শিক্ষা গ্ৰহণঃ প্রাকঃ প্রাথমিক /কোরআন শিক্ষা কোড়ঃ পাশে রয়েছে একটি জুমা মসজিদ’, মসজিদটির পশ্চিমে আছে একটা ছোট নদী ওউ নদীর বর্ষার পানির সৃরুতে ভেঙে চলে যাচ্ছে। এবং ইউছুফ শাহ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির লোকজন অনেক চেস্টা করে ও তারা ব্যর্থ হয়, পরিপ্রেক্ষিতে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি বান্দরবান জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তার কাজতে সরকারি ভাবে সহযোগিতা চাই,একটি বেরিবাধ,আপনাদের এই সহযোগিতায় আমাদের ছেলে মেয়ে কোরআন শিক্ষায় সুশিক্ষিত হতে পারে। এই মতবিনিময় সভায়ই উপস্থিত ছিলেন ইউছুফ শাহ পাড়া জামে মসজিদের,আহ্বায়ক কমিটি ,এই কমিটি পরিচালনা করেছেন, নুরুল আমিন সভাপতি, রবিউল হোসেন সাধারণ সম্পাদক,মোঃ রফিক সিনিয়র সহ-সভাপতি, মনশাহাদুল্ল সহ-সভাপতি,নুর হোসেন অর্থ সম্পাদক, এজাহার মিয়া সহ অর্থ সম্পাদক, শায়ের,আহামদ সরদার,আর উপস্থিত সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ।