নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোলাপগঞ্জে ৬ জনের মৃত্যুর ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে দক্ষিণ সুরমার ২৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তিযুদ্ধার সন্তান নুরুদ্দীন রাসেল এবং গোলাপগঞ্জের আওয়ামীলীগ নেতা আবুল কাশেম রুমন তাদের ব্যক্তিগত আক্রোশ মেঠাতে বিএনপির নাম ভাঙ্গিয়ে দৈনিক যুগ-যুগান্তর পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি লাকী আক্তার এবং দৈনিক বিকাল বার্তা ও চ্যানেল ২৬ এর সিলেট বিভাগীয় ব্যুরোচীফ আব্দুল আলীম রানাকে আওয়ামিলীগ এর লেবাস পড়িয়ে গত ৫ আগস্ট গোলাপগঞ্জে গুলা-গুলিতে ৬ জন নিহত হওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনায় আসামী করার এক গভীর ষড়যন্ত্র ও নীলনকশা করছে।
গত ২৬ আগস্ট সন্ধ্যা ৬.২০ ঘটিকার সময় sylhetnews2021@gmail.com থেকে সিলেটের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার ইমেইলে এরকম একটি সংবাদ প্রকাশের জন্য পাঠানো হয়।
ফেইক ইমেইলে পাঠানো সংবাদের শিরোনাম ছিলো “উস্কানিদাতা আওয়ামীলীগ নেত্রী লাকি সহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিববার”।
অথচ সংবাদকর্মী লাকী আক্তারকে গত ৯ ফেব্রুয়ারি ২০২৪ইং সিলেট মহানগর যুব-মহিলালীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। এর পর থেকে লাকী অভিমানে রাজনীতি বাদ দিয়ে শুধু সাংবাদিকতাকে পেশা হিসেবে বেচে নিয়েছে। সাংবাদিক আব্দুল আলীম রানাকে বলা হয়েছে ছাত্রলীগের উপশহর গ্রুপের ক্যাডার অথচ গত ১-৭ আগস্ট ২০২৪ইং তারিখে প্রকাশিত সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকায় ছাত্রদল ক্যাডার বানিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশক আওয়ামীলীগ নেতা আবুল কাসেম রুমন এবং ব্যবস্থাপনা সম্পাদক সিলেট মহানগর আওয়ামীলীগের ২৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নুরুদ্দীন রাসেল।
প্রকৃতঘটনা হচ্ছে প্রতারক নুরুদ্দীন রাসেল কাবিন ছাড়া মুল্লা দিয়ে আখদ্ পড়িয়ে প্রতারণার মাধ্যমে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া লাকী আক্তারকে ২য় বিয়ে করে। এরপর তারা দক্ষিণ সুরমার মোগরাবাজারের খালেরমূখ নামকস্থানে দুই বছর যাবৎ বাসা ভাড়া নিয়ে ঘরসংসার করে, কিন্তু লাকী কাবিনের জন্য রাসেলকে চাপসৃষ্টি করলে শুরু হয় দন্ধ। এরপর বৈচিত্র্যময় সিলেটে কর্মরত লাকী বিষয়টি সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম রুমনকে জানালে সে লাকীকে তাহার বেডের সঙ্গী হতে প্রস্তাব দিলে লাকী তাকে অপমান করে। লাকী বুঝতে পারে বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক একজন লম্পট। তাই লাকী নিজেই চাকুরী থেকে অব্যাহতি নিয়ে পদত্যাগ করে। এসময় লাকী ও রাসেল অনলাইন ৫২ টিভিতেও কাজ করতো। তখন রাসেল ৫২ টিভির ভার প্রাপ্ত চেয়ারম্যান ছিলো। তাদের দুজনের বিয়ের বিষয়টি প্রকাশিত হলে ৫২ টিভি থেকে সিনিয়র স্টাফ রিপোর্টার লাকী ও রাসেলকে পেইজের এডমিন থেকে বাতিল করেন রজতকান্তি চক্রবর্তী । এর পর থেকেই রাসেল-রুমন লাকীর উপর একেরপর এক মিথ্যা মামলা ও সাধারণ ডায়রী দায়ের করে হয়রানি করছে। এবং লাকীর নামে বৈচিত্র্যময় সিলেট পত্রিকাসহ আন্ডার গ্রাউন্ড পত্রিকায় মিথ্যা ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে, যাহা ভিত্তিহীন। তাদের উদ্দেশ্য লাকীকে সিলেট থেকে বিতারিত করা। কিন্তু লাকী নাছুরবান্দা সত্যের জন্য সে মরতে রাজী শেষ দেখতে চায়। তাহার সত্যে লড়াইয়ে সাংবাদিক কামরুল হাসান জুলহাস ও আব্দুল আলীম রানা মৌখিক পরামর্শ দেয়ার কারনে তারাও শত্রু হয়েছেন। এই জন্য কামরুল ও রানাকে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পত্রিকায় সংবাদ প্রকাশ করে মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। সমাজে খারাপ বানানোর বৃথা চেষ্টা করছে।
এবং গত ২৫/০৮/২০২৪ ইং তারিখে বকাটে রাসেল দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে পেয়ে হুমকি দেয়,গুন্ডা ভাড়া করে জানে মেরে ফেলার ও না হয় ২ লাখ টাকা খরচ করে, যে কোন হত্যা মামলায় আসামী করবে। এরপর দেশের বর্তমান পরিস্থিতির সুযোগে বিএনপির নাম ভাঙ্গিয়ে এখন হত্যা মামলায় ঢুকানোর চেষ্টা করছে। যে ৪ ও ৫ তারিখের ঘটনা নিয়ে গুলাপানিতে মাছ শিকার করতে চায় রাসেল-রুমন। সেই তারিখ ও সময়ে লাকী ও রানা পেশাগত দায়িত্ব পালন করতে সিলেট বন্দরবাজার মধুবন মার্কেটের সামনে ছিলেন যাহা সিসিটিভির ফুটেজ দেখলেই সত্যতা পাওয়া যাবে।